চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মাছ ধরার আনন্দে শীত অনুভবই হয় না

হবিগঞ্জের হাওড়ে হয়ে গেলো পলো দিয়ে মাছ শিকার উৎসব। শত শত মানুষ অংশ নিয়েছেন ওই মাছ শিকারে। ওই উৎসব উপভোগ করেছেন দূর দূরান্তের অসংখ্য দর্শক। কয়েক যুগ ধরে হবিগঞ্জের বড়আন বিলে অনুষ্ঠিত হয়ে আসছে পলো দিয়ে মাছ শিকার উৎসব।

শীত মৌসুমে হাওড়ের পানি কমতে শুরু করলে আতুকুড়া, সুবিদপুর, কাটখাল, মিঠাপুর, দরওয়া, মেওতুল, নাগুরা, সুনারুসহ আশপাশের গ্রামের মাছ শিকারীরা পলো দিয়ে মাছ ধরার প্রস্তুতি নেন। নির্ধারিত দিনে শত শত লোক পলো, জাল, দড়িসহ বিভিন্ন উপকরণ নিয়ে দলবদ্ধভাবে হাজির হন ওই বিলে। বিলে আসা হবিগঞ্জের এক মাছ শিকারী বলেন, এই বিলের মধ্যে পলো দিয়ে আমরা মাছ ধরি, আমরা প্রতি বছর এ মাছ ধরার কাজ করি।

এ উপলক্ষ্যে আশেপাশের গ্রামগুলিতে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। এলাকাবাসীর কাছে এটি পরিণত হয়েছে বার্ষিক এক প্রাণের উৎসবে। হবিগঞ্জের বানিয়াচংয়ের এলাকাবাসী বলেন, এখানে সবাই মিলে এসে আনন্দ করি। তবে এদের মধ্যে কেউ মাছ পায় কেউ পায় না। যারা পায় তারা খুবই আনন্দে আত্নহারা হয়। প্রচণ্ড শীতের মধ্যেও ঠাণ্ডা মনে হয় না।

উৎসবে অংশ নিয়ে পলো ছাড়াও ফার জাল, ছিটকি জাল, ঝাকি জাল, ফেলুন দিয়েও মাছ ধরেছেন অনেকেই।