চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মাছ চাষী থেকে হ্যাচারি মালিক

মাছ চাষী থেকে হ্যাচারি মালিকে পরিণত হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জের নেপাল চন্দ্র। এতে এলাকার মাছ চাষে প্রসার ঘটেছে নতুনভাবে। দুর-দুরান্তেও যাচ্ছে ওই হ্যাচারির পোনা।

চাঁদপুরের হাজীগঞ্জের আলীগঞ্জে মাছ চাষী নেপাল চন্দ্র এক সময় পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। পরে প্রশিক্ষণ নিয়ে স্বল্প পরিসরে মাছের রেণু ও পোনা উৎপাদন শুরু করেন তিনি। ৩০ বছর বিরতিহীন চেষ্টার পর নেপাল চন্দ্র এখন একজন সফল হ্যাচারি মালিক।

প্রতিদিন বিভিন্ন স্থান থেকে চাষীরা এই হ্যাচারিতে আসছেন রেণু পোনা কিনতে।

এই হ্যাচারির কল্যাণে দুর হয়েছে মাছ চাষের পোনা সংকট।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: