চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মরগান আগ্রহী নন, বললেন স্টোকসের কথা

জো রুট পদ ছাড়ার পর ইংলিশদের টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। সাদা বলের অধিনায়ক ইয়ন মরগান জানিয়ে দিয়েছেন অনাগ্রহের কথা। ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো নেতা সাদা পোশাকের নেতৃত্ব প্রসঙ্গে বলেছেন বেন স্টোকসের নামও।

২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে লর্ডসে মরগানের টেস্ট অভিষেক হয়েছিল। পাকিস্তানের সঙ্গে ১০ বছর আগে খেলেছিলেন সর্বশেষ টেস্ট। ১৬ ম্যাচে থমকে আছে তার সাদা পোশাকের ক্যারিয়ার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বাস্তবতা বুঝেই টেস্টের নেতৃত্ব গ্রহণে অনাগ্রহী মরগান, ‘ইংলিশ ক্রিকেটে এই মুহূর্তে আমি সাদা বলের দলে যে ভূমিকা রাখছি তাতে বেশ আনন্দিত। দীর্ঘদিন ধরে লাল বলের ক্রিকেট খেলিনি। এতে আমার কোনো আগ্রহ নেই। এটা আমার জন্য মঙ্গলজনক নয়।’

টেস্ট অধিনায়ক হিসেবে স্টোকসকে চান মরগান, বেশ স্পষ্ট করেই জানিয়েন সেটা। একইসঙ্গে ২০১৯ বিশ্বকাপ জয়ে ইংলিশ অলরাউন্ডারের অবদানের কথাও তুলে ধরেছেন।

‘অবশ্যই বেন(স্টোকস) দুর্দান্ত এক খেলোয়াড়, একজন বুদ্ধিদীপ্ত নেতা। যদিও তার নেতৃত্ব দেয়ার জন্য অধিনায়কের আর্মব্যান্ড থাকার দরকার নেই।’

‘এখানে (লর্ডসে) বিশ্বকাপ ফাইনালের অভিজ্ঞতার কথা এলেই তার আসল রূপের কথা সামনে চলে আসে। টুর্নামেন্টজুড়ে যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন, তিনি অবশ্যই একজন (টেস্ট অধিনায়ক) প্রার্থী হবেন।’

‘মনে করি অধিনায়কত্ব প্রত্যাখ্যান করা তার জন্য কঠিন হবে। এটা সুবিধাজনক অবস্থানে থাকা হবে। তবে বেশিরভাগ মানুষ, যারা লাল বলের ক্রিকেট এগিয়ে নিতে চান, তারা এই দায়িত্ব নিতে চান।’