চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মন খারাপের জন্মদিনে ভক্তরা খুশি করলেন শাকিব খানকে

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন ২৮ মার্চ। ওইদিন দুপুর ১২ টার পর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। দেশের অভিজাত এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশে উৎকণ্ঠটা বিরাজ করে। একে ২৫ জন মানুষ সেদিন আগুনের ছোবলে প্রাণ হারান। ভবনে দাউ দাউ করে জ্বলা ওই অগ্নিকাণ্ডের খবর পেয়েই মন খারাপ হয়ে যায় এ তারকা অভিনেতার। তখনই তিনি সিদ্ধান্ত নেন, এবার জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা রাখবেন না। তাই দিনভর শরীরচর্চা, বাসা এবং সন্ধ্যায় নিজের অফিসে ছিলেন শাকিব খান।

জনপ্রিয় এ চিত্রনায়কের কোটি ভক্ত দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে এসেছে। সোশ্যাল নেটওয়ার্কিং এও লাখ লাখ ভক্ত অনুসরণ করেন শাকিব খানকে। তার অফিসিয়াল পেজে ২৭ লাখের বেশি মানুষ দেশ বিদেশ থেকে অনুসরণ করে। এছাড়া অফিসিয়াল ফ্যানস গ্রুপে যুক্ত আছেন প্রায় ৫ লাখ সদস্য। যারা নিয়মিত শাকিব খানের বিভিন্ন ছবি, কাজ নিয়ে আলোচনা করেন। ভালোমন্দ দিক নিয়ে কথা বলেন। ওই ৫ লাখ সদস্য নিয়ন্ত্রণ করেন একটি টিম। তারা শাকিব খানের এবারের মন খারাপের জন্মদিনে ভক্তরা খুশি করে দিয়েছেন।

টিম শাকিব খানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলনেতা সিলেটের প্রিন্স মিফতাহ। আরও আছেন বগুড়ার আহাদ রাজিব, রাজশাহীর হাবিবুর, উত্তরার জাহিদ, টাঙ্গাইল থেকে আকাশ ও চুয়াডাঙ্গা থেকে রানা। তারা শাকিব খানের জন্মদিনে কেক কাটার জন্য আগের রাতেই ঢাকা চলে আসেন। শাকিব খান তাদের হতাশ করাননি। সন্ধ্যায় তিনি তার নিকেতনের অফিসে ডেকে জন্মদিনের কেক কাটেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসার তার ভক্তদের সঙ্গে ছবি তোলেন, তাদের খাওয়াদাওয়া করান, কিছু সময় কাটান এবং প্রত্যেকের খোঁজখবর নেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে নায়ক শাকিব খান তার ফ্যান পেজে জানিয়েছেন, ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় আমি সবসময় সিক্ত হয়েছি। তাদের ভালোবাসার কাছে আমি নত। জন্মদিন উপলক্ষে প্রথম প্রহর থেকেই সোশ্যাল মিডিয়া ও মোবাইলে শতশত শুভেচ্ছাবার্তা এসেছে। বনানীর ভয়াবহ অগ্নিসংযোগের কারণে মন খারাপ ছিল। সন্ধ্যায় অফিসে আমার অফিসিয়াল ফ্যানস ক্লাব টিম শাকিব খানের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়েছে। তারা নিজেদের মতো করে উদযাপন করছে। তাই তাদের প্রতি ভালোবাসা-কৃতজ্ঞতার শেষ নেই। এতে করে কিছুটা মন ভালো হয়।

শাকিব খান মনে করেন, তার যখন বিপদ আসে, তখন সেই বিপদ তার ভক্তরা নিজেদের করে নেয়। ভক্তরা পাশে থেকে ভালোবাসা যুগিয়ে সবসময় তাকে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন। তিনি মনে করেন একজন নায়কের সার্থকতা এখানেই। শাকিব খান নিজেই যেটা অর্জন করতে পেরেছেন। তাই যতদিন ভক্তরা চাইবেন, তাদের জন্য তিনি ভালো ভালো কাজ করে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

                                                        হাসিমুখে ভক্তদের সঙ্গে কেক কাটছেন শাকিব খান

শাকিব খান ফ্যানস ক্লাবের টিমলিডার ও পেজের এডমিন মিফতাহ বলেন, শাকিব ভাইয়ার ২০ বছরের ক্যারিয়ারে প্রথম বারের মতো উনার অফিসিয়াল টিমের সাথে জন্মদিন পালন করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তিনি বলেন, ১১ বছর ধরে ভাইয়ার সাথে আমার পরিচয়। একেবারে ভালোবাসার জায়গা থেকে তার গ্রুপ দেখভাল করি। কখনো স্বার্থ খুঁজিনি। তার অগাধ বিশ্বাসের মূল্য দিতে এমনও হয়েছে দিনরাতের বেশিরভাগ সময় তার গ্রুপের দিকে নজর রেখেছি। এভাবেই তার পাশে আছি, আগামীতেও থাকবো। এবারের জন্মদিনে ভাইয়ার ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ। এই ভালোবাসা সারাজীবন ধরে রাখতে চাই।

বগুড়ার আহাদ রাজিব বলেন, আমার জ্বর ছিল। অসুস্থ শরীর নিয়ে প্রিয় নায়কের ভালোবাসার টানে ঢাকা এসেছিলাম। তাকে যখন দেখলাম সব ক্লান্তি দূর হয়ে গেল। একজন ভক্ত হিসেবে আমি গর্বিত। উত্তরার জাহিদ বলেন, আমাদের সবার প্রিয় নবাবের জন্মদিনে তার সাথে টিমের সবাই মিলে কেক কেটে উদযাপন করতে পেরে খুব ভাল লেগেছে। তিনি আরও ভালো ভালো কাজ করুক সবসময় তার সঙ্গে আমরা আছি।

রাজশাহীর হাবিবুর বলেন, ‘সত্যি আজ আমি ভীষণ খুশি। আমাদের টিম লিডার প্রিন্স মিফতাহ্ ভাইয়ের প্রচেষ্টায় শাকিব ভাইয়ার সাথে প্রথমবারের মতো জন্মদিন পালন করতে পেরেছি। এভাবে সব সময় পাশে থাকতে চাই।’ আকাশ ও রানার দুজনেই শাকিব খানের জন্মদিন উপলক্ষে ছুটে এসেছেন টাঙ্গাইল ও চুয়াডাঙ্গা থেকে। তারা প্রথমবার শাকিব খানকে পেয়ে আনন্দে আটখানা হয়ে পড়েন।