চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘মন্ত্রী হয়ে আরেক মন্ত্রীর পদত্যাগ চাইতে পারি না’

পদত্যাগ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির মন্তব্যকে কথার কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একজন মন্ত্রী হয়ে আরেকজন মন্ত্রীর পদত্যাগ চাইতে পারি না।

বুধবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সোমবার পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‘কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। পদত্যাগ করা এক সেকেন্ডের বিষয়, তাতে যদি পেঁয়াজের দাম কমে। এই মন্ত্রিত্ব কাজ করার জন্য।’

এ নিয়েই সাংবাদিকদের প্রশ্ন ছিল ওবায়দুল কাদেরের কাছে। তিনি বলেন, ‘এটা কথার কথা। সেটা তো পদত্যাগ করার বিষয় নয়, মন্ত্রী হিসেবে তিনি কথা প্রসঙ্গে হয়তো বলেছেন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় আরও বলেন. ‘প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন। এটা নিরঙ্কুশভাবে তার এখতিয়ার। একজন মন্ত্রীর পারফরমেন্স যদি খারাপ হয় তাকে তিনি রাখবেন, কি রাখবেন না। এটা তার সিদ্ধান্ত।’

আওয়ামী লীগের কাউন্সিল বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন: কাউন্সিলে নতুন-পুরাতন মিলিয়ে নতুন কমিটি করা হবে। নতুন কমিটিতে যদি নাও থাকেন; সেই সিদ্ধান্ত মেনে নেবেন।