চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মনঃস্তাত্বিক টানাপড়েনের গল্পে মিলন-মমর ‘আরাধ্য’

দেশব্যাপী লকডাউন শিথিলের পরপরই সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে নির্মিত হয়েছিল বেশ কিছু নাটক। সেগুলোর একটি ‘আরাধ্য’। যেখানে অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম। আরও আছেন সেঁজুতি খন্দকার।

রুম্মান রশীদ খানের লেখা এবং সজিব চিশতির পরিচালনায় ‘আরাধ্য’ নাটকটি এবার প্রচারে আসছে। এস এইস ভিশন প্রযোজিত ‘আরাধ্য’ নাটকের গল্প গড়ে উঠেছে এক দম্পতিকে (মিলন-মম) ঘিরে।

স্বামী স্বল্পভাষী হলেও স্ত্রী বিপরীত। ভীষণ চঞ্চল, কথা বলতে ভালোবাসে। একদিন স্ত্রী জানান, তিনি মা হতে চলেছেন। খুশিতে আত্মহারা হয়ে যায় স্বামী। তবে তার পৃথিবী ওলোটপালোট হয়ে যায় এক দুর্ঘটনায়।

এরপর স্বামীর জীবনে আসেন আরেক নারী। শুরু হয় মনঃস্তাত্বিক টানাপড়েন। নাটকটির লেখক রুম্মান রশীদ খান জানান, এ নিয়েই ‘আরাধ্য’ নাটকের গল্প।

তিনি বলেন, বুধবার (৩ মার্চ) রাত ৮টায় ‘আরাধ্য’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে। এরপর পাওয়া যাবে ইউটিউবে।