চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মধ্য আকাশে জন্ম নিলো শিশু

বিমান মধ্য আকাশে; ঠিক তখনই প্রসব যন্ত্রণায় কাতর মা এক কন্যা শিশুর জন্ম দিলেন। সেবু প্যাসিফিক এয়ারের একটি ফ্লাইটে এমনটিই ঘটেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ফিলিপাইনে উদ্দেশ্যে রওনা দেওয়া বিমানটি এরপরই হায়দারাবাদে জরুরি অবতরণ করে। 

তবে বাচ্চা জন্মের জন্য ডাক্তারে ডেট ছিলো আরও দু’মাস পর। আগে ভাগে জন্ম নিলেও মা ও বাচ্চা দু’জনই সুস্থ আছেন বলে জানিয়েছে এনডিটিভি।

রোববার এ ঘটনার পর ওই ফ্লাইটের যাত্রী বারবারেবি এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

বারবারেবি জানিয়েছেন: ওই মহিলার প্রসব যন্ত্রণা শুরু হওয়া পর আমরা সকলে চিন্তিত হয়ে পড়ি। এরপরই ফ্লাইট পরিচালক যাত্রীদের মধ্যে দু’জন নার্স খুঁজে পান। তারপর বিমানের মধ্যেই একটি সেফরুম তৈরি করে সেখানে প্রসবের ব্যবস্থা করা হয়।

তিনি আরও জানান, আমরা সকলে চিন্তিতো ছিলাম। হঠাৎ বাচ্চার কান্না আমাদের কানে আসে। এর কয়েক সেকেন্ড পর সে আবারও কান্না শুরু করে। তখন আমরা শিশুটি জন্ম সম্পর্কে নিশ্চিত হই। ভাগ্য ভালো; প্রসবে কোন প্রকার জটিলতা তৈরি হয়নি।