চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মধ্যরাতে মারদাঙ্গা ‘নোলক’ ঝলকে হাজির হবেন শাকিব

শাকিব খানের ‘নোলক’ ঝলক চলছেই। পঞ্চম লুকে এবার মধ্যরাতে মারদাঙ্গা ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি। ৪ মার্চ প্রথম প্রহরে দেখা যাবে শাকিব খানকে। এর ঠিক এক মাস আগে ৪ ফেব্রুয়ারি নোলক ছবির সর্বশেষ লুক প্রকাশ পেয়েছিল।

পঞ্চম লুক প্রসঙ্গে ছবির প্রযোজক সাকিব সনেট চ্যানেল আই অনলাইনকে জানান, এমন মারদাঙ্গা লুকে আগে কেউ শাকিব খানকে দেখেননি এটি নিশ্চিত করে বলতে পারি। এপ্রিলে ছবিটির টিজার প্রকাশ পাবে বলে জানান সনেট। নোলক ছবির চতুর্থ লুকে বাহারী শাড়ি আর চশমায় লাস্যময়ী ঢংয়ের ববিকে পেছন দিকে ডাক দেওয়া চকমকে শার্টে ঝকমকে মটরসাইকেলে চড়া ছিলেন শাকিব খান।

‘নোলক’ এর সর্বশেষ প্রকাশিত চতুর্থ লুক এ শাকিব খান-ববি

১৩ ডিসেম্বর দ্বিতীয় এবং ৩১ ডিসেম্বর ‘নোলক’ চলচ্চিত্রের তৃতীয় লুক প্রকাশ পায় ছবিটির অফিসিয়াল ফেসবুক পেইজে। এর আগে ছবির শুটিং শুরুর ছয় দিনের মাথায় গত ৭ ডিসেম্বর প্রকাশ পায় ছবির ফার্স্ট লুক। যেখানে হেডলাইট জ্বালানো বাইকে স্টাইলিশ ভঙ্গিতে বুড়ো আঙ্গুল তুলে রঙ্গিন চশমা পড়া শাকিব খান একাই ছিলেন।

১ ডিসেম্বর থেকে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং শুরু হয়। বর্তমানে ছবির শুটিংয়ের প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। পরিচালক রাশেদ রাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, এ মাসের শেষ দিকে বাকী কাজের শুটিং হবে।’ এদিকে চতুর্থ লুক প্রকাশ প্রসঙ্গে ছবির প্রযোজক সাকিব সনেট চ্যানেল আই অনলাইনকে বলেন, চলচ্চিত্রটির প্রতি নেটিজেনদের আগ্রহ ধরে রাখতেই আমাদের এ প্রচারণা।

চলচ্চিত্রটিতে বাইক রেসের দৃশ্য আছে। বি হ্যাপি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় চলচ্চিত্রটির জন্য ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান। ফেরারী ফরহাদের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপে চলচ্চিত্রটি পরিচালনা করছেন রাশেদ রাহা। এটি নির্মাতার প্রথম চলচ্চিত্র। চলচ্চ্রিতটিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, মৌসুমী, ওমর সানী, শহীদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্ত (ভারত) প্রমুখ।