চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মধ্যরাতে এটিএম শামসুজ্জামানের মৃত্যু নিয়ে গুজব

সোমবার দিবাগত রাতে প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে ছড়িয়ে পড়ে। আর যখন এ গুজব ছড়িয়ে পড়ে, তখন তিনি তার পুরান ঢাকার বাসায় বিশ্রাম নিচ্ছিলেন।

গুজব ছড়িয়ে পড়া মাত্রই তার শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের সঙ্গে যোগাযোগ করলে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন। অভিনেতা আহসানুল হক মিনু ভাই তার (এটিএম) স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। স্ত্রী জানিয়েছেন, এটিএম ভালো আছেন।

এর আগেও একাধিকবার  এটিএম শামসুজ্জামানকে জড়িয়ে মৃতুর গুজব ছড়ানো হয়। এ বিষয়ে নাসিম বলেন, অনেকেই না জেনে এমনটা করেন। এটা মোটেও উচিত নয়।

সবার জ্ঞাতার্থে জানাতে চাই, অভিনেতা এটিএম শামসুজ্জামান বেঁচে আছেন এবং আরো অনেকদিন সুস্থ থেকে সাংস্কৃতিক অঙ্গণে অবদান রেখে যাবেন এমনটাই প্রত্যাশা আমাদের।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান চ্যানেল আই অনলাইনকে জানান, এটিএম শামসুজ্জামান বেঁচে আছেন, সুস্থ আছেন। খুব ভালো আছেন। প্লিজ কেউ না জেনে তার মারা যাওয়ার গুজব ছড়াবেন না।