চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মওদুদের দুর্নীতি মামলার বিচারিক আদালত বদলের নির্দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুদকের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলাটি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বদলির জন্য পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে।

মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে মওদুদের করা আবেদন খারিজ করে দেন আদালত।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মওদুদ আহমদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজেই শুনানিতে অংশ নেন। আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে ঢাকার ছয় নম্বর বিশেষ জজ আদালত গত ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।সে অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ও মামলাটি অন্য আদালতে বদলির জন্য নির্দেশনা চেয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পৃথক আবেদন করেন মওদুদ আহমদ। সে আদেবনের ওপর শুনানি শেষে আজ আদেশ দেন আদালত।