চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভ্যাকসিন নেওয়ার পর করোনা আক্রান্ত চিকিৎসক সুস্থ

ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতের মুম্বাইয়ের সরকারি হাসপাতালের এক চিকিৎসক। এরপরই কোভিশিল্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই চিকিৎসক এখন সুস্থ। রিপোর্ট কোভিড নেগেটিভ এসেছে তার।

মুম্বাইয়ের সরকারি টাস্কফোর্সের এক কর্মকর্তা বলেছেন: ভ্যাকসিন নেওয়ার সঙ্গে সঙ্গেই হার্ড ইমিউনিটি তৈরি হবে, এমন নিশ্চয়তা নেই। তাই এই ঘটনা অস্বাভাবিক নয়।

৪৬ বছরের ওই চিকিৎসক বি ওয়াই এল নায়ার হাসপাতালে কর্মরত। কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার নয়‌দিন পর তিনি করোনা আক্রান্ত হন। হাসপাতালের সুপার রমেশ ভার্মাল বলেছেন, ‘‌ওই চিকিৎসক এখন সুস্থ। শীঘ্রই তিনি কাজে যোগ দেবেন।’‌

টাস্কফোর্সের অন্যতম সদস্য ওম শ্রীবাস্তব বলেছেন: ‘‌ভ্যাকসিন নেওয়ার দু’‌সপ্তাহ পর শরীরে ইমিউনিটি তৈরি হয়। তাই ভ্যাকসিন নেওয়ার পর কেউ আক্রান্ত হতেই পারেন। সেকারণেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও সমান জরুরী।’