চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভ্যাকসিন গ্রহীতাদের ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি

বাংলাদেশে ভ্যাকসিন গ্রহণকারী ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যারা পূর্বে কোভিড আক্রান্ত ছিলেন, তাদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।

কোভিড ১৯ এবং ভ্যাকসিনের উপর পরিচালিত ‘হেমাটোলজিক্যাল প্যারামিটার অ্যান্ড অ্যান্টিবডি টাইট্রে আফটার ভ্যাকসিনেশন এগেন্সট সার্স কভ-২’ শীর্ষক এক গবেষণা থেকে এই তথ্য পাওয়া গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকরা মিলে এ গবেষণা পরিচালনা করেন।

চার মাসব্যাপী পরিচালিত এই গবেষণায় ২০৯ জন ভ্যাকসিন গ্রহণকারীর তথ্য নেওয়া হয়। অংশগ্রহণকারীদের তিন-চতুর্থাংশ ‍পুরুষ এবং অর্ধেকের বেশি স্বাস্থ্য সেবার সাথে জড়িত। তাদের ৩১ শতাংশের আগে করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার ইতিহাস আছে।  তাছাড়া অর্ধেকেরও বেশি আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানীসহ অন্যান্য রোগে ভুগছিলেন।

গবেষণার সময়ে ভ্যাকসিন গ্রহণকারীদের শরীরে রক্ত জমাট বাঁধা বা অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।