চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ভ্যাকসিন এলেই করোনা শেষ নয়’

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ভ্যাকসিন প্রয়োগ চলে আসলেও এখনই তুষ্টিতে না ভুগে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রস আধানম গেব্রেইয়েসা বলেছেন: এটা ভাববার কোন কারণ নেই ভ্যাকসিন আসা মাত্র পৃথিবী থেকে করোনাভাইরাস পুরোপুরি নির্মূল হয়ে যাবে। 

জাতিসংঘের সাধারণ সভার উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।

ভ্যাকসিন আসা অবশ্য আশার আলো দেখছেন গেব্রেইয়েসা। তিনি বলছেন: আমাদের সতর্ক হতে হবে কিন্তু ভ্যাকসিন আশার আলো দেখাচ্ছে। এখন পর্যন্ত এতটুকু মহামারির ইতি টানা সম্ভব হবে।

তবে ভ্যাকসিন যেন সকলের কাছে যেতে পারে সে বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক। ধনী দেশগুলোর পাশাপাশি দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন প্রাপ্তিতে যেন কোন বৈষম্য না হয় সেদিকে খেয়াল রাখার কথা বলেন তিনি।

মহামারির শেষের প্রক্রিয়া মোটেও সহজ হবে না জানিয়ে তিনি আরও বলেন: টিকা গ্রহণের পর বিশ্বমারি শেষ হয়ে যাবে। তবে এই গোটা পথটা সময় সাপেক্ষ এবং মসৃণ হবে না।