চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভোট দিয়ে যা বললেন ডিপজল

মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন অভিনেতা ডিপজল। শুক্রবার সকালে ভোট গ্রহণের শুরুতেই নিজের ভোট দিয়েছেন তিনি।

ভোট দিয়ে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে মন্তব্য করেন তিনি।

ডিপজল বলেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ বেশ সুন্দর। আরাম পাচ্ছি। বাইরের লোক নেই। শিল্পীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন সকাল থেকেই। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে।’

নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে ডিপজল বলেন, ‘চলচ্চিত্রের মানুষের জন্য সবসময় কাজ করেছি। আগামীতেও করবো। সেই কাজটি আরও সুন্দরভাবে করার জন্যই নির্বাচন করা।’

উৎসব মুখর পরিবেশে সকাল ৯টা ১৬ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে থাকছেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকছেন পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য হিসেবে আছেন মোহাম্মদ হোসেন জেমি ও মোহাম্মদ হোসেন।

মিশা-জায়েদ ছাড়াও নির্বাচনে অন্য প্যানেলটি কাঞ্চন-নিপুণের।