চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভোটাররা নির্ভয়ে ভোট দিতে যাবেন: সেনাপ্রধান

ভোটারদের নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন: নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায় ও সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভব সবকিছুই করা হচ্ছে।

শনিবার রাজধানীর বিভিন্ন অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান। এসময় যেকোন অবাঞ্ছিত ঘটনা মোকাবিলায় প্রস্তুতির কথাও জানান জেনারেল আজিজ।

শনিবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে টহল বাড়িয়েছে সেনাবাহিনী।

অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন: হুমকি, পেশী শক্তির ব্যবহার ও ভোটারদের মনস্তাত্বিক চাপ সৃষ্টির চেষ্টা হলে তাদের কঠোর হাতে দমন করা হবে।

শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শীর্ষ রাজনীতিকদের নিরাপত্তা নিয়ে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

এদিন সোস্যাল মিডিয়ায় উস্কানি দেয়া ও গুজব ছড়ানোর অভিযোগে জামায়াত শিবিরের ৮ কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদের তিনজন শিবির নিয়ন্ত্রিত সাংস্কৃতিক সংগঠন সাইমুমের সদস্য।

বিকেলে মিরপুরের একটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

এছাড়াও রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তার দায়িত্বে ১ হাজার ১শ’ ২৭ প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে।