চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভেনিস চারুকলা প্রদর্শনীতে বাংলাদেশের নয় শিল্পী

ইতালির ভেনিসে অনুষ্ঠিতব্য ৫৮তম ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন ‘লা বিয়ানালে দি ভেনিজিয়া’তে বাংলাদেশের একটি প্যাভিলিয়ন থাকছে। যেখানে নয়জন বাংলাদেশি শিল্পী তাদের শিল্পকর্ম প্রদর্শন করবেন।

বাংলাদেশের শিল্পীরা হলেন, বিশ্বজিৎ গোস্বামী, দিলারা বেগম জলি, হেইডি ফসলি, নাফিস আহমেদ গাজি, ফ্র্যাঙ্কো মরক্কো, ডোমেনিকো পেলেগ্রিনো, প্রেমা নাজিয়া আন্দালিব, রা কাজল এবং উত্তম কুমার কর্মকার।

বাংলাদেশ প্যাভিলিয়ন ‘ভেনিস বাংলাদেশ’ এর স্পন্সর করছে কসমস ফাউন্ডেশন। তত্ত্বাবধায়ক হিসেবে থাকছেন মোখলেসুর রহমান এবং ভিভিয়ানা ভ্যান্নুচি।

১১ মে থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ভেনিস বিয়ানালে। এবারের ইভেন্টের প্রতিপাদ্য হলো ‘মে ইউ লিভ ইন ইন্টারেস্টিং টাইমস।’