চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভূমিকম্পে চীনের তিব্বতে ১২ জন নিহত

শনিবারের শক্তিশালী ভূমিকম্পে চীনের দক্ষিণ তিব্বতে ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৮৩ বছর বয়সী এক নারীও রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ভূমিকম্পে তিব্বতের নাইলা প্রদেশের শিগাৎসি শহরে ওই নারীর বাড়ি ধসে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

তিব্বত কর্তৃপক্ষ জানায়, তিব্বতের রাজধানী লাসায়ও ভূমিকম্প আঘাত হানে। সেখানে কয়েকটি ঘরবাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো নেপালের রাজধানী কাঠমান্ডুর ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পোখারার কাছে লামজুং-এ। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯ কিলোমিটার গভীরে হওয়া ভূমিকম্পের রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৯।

চীন বলেছে, এই ভূমিকম্পের মাত্রা ৭.৪ থেকে ৮.১ স্কেলে উঠানামা করেছে।