চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভুটানের সঙ্গে ড্র করে নেপালের বিপক্ষে বাংলাদেশের জয়

সোনার পদক জেতা না হলেও এসএ গেমসের সপ্তম দিনে দলগত খেলায় সাফল্য পেয়েছে বাংলাদেশ। খো-খো খেলার পুরুষ ও মেয়ে, দু’ বিভাগেই ভারতের কাছে ফাইনালে হেরে জিতেছে দুটি রূপার পদক। আর ছেলেদের ফুটবলে বাংলাদেশ ২-১ গোলে অন্যতম ফেভারিট নেপাল’কে হারিয়ে গ্রুপ-চ্যাম্পিয়ন হয়ে উঠেছে সেমিফাইনালে।

গত আসরের স্বর্ণ জয়ী বাংলাদেশ ম্যাচের তিন মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে।৪০ ও ৪৫ মিনিটে রায়হান ও জীবনের পরপর দুই গোলে জয়ের পাশাপাশি পদকও নিশ্চিত হয়। শনিবার সেমিফাইনালে লাল-সবুজের প্রতিদ্বন্দ্বী আয়োজক ভারত। গতকাল ১০ ফেব্রুয়ারির ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ এ ড্র করেছিলো বাংলাদেশ।

এদিকে ছেলেদের ফুটবলে সাফল্যের দিনে মেয়েদের হ্যান্ডবলে বাংলাদেশ ৩৮-২৪ গোলে পাকিস্তানকে হারিয়ে সেমি’র পথে। এই ম্যাচে বাংলাদেশের সঙ্গে লড়াইয়ে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। গ্রুপ-পর্বে বাংলাদেশের এটা টানা দ্বিতীয় জয়।