চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভিএআর নয়, বার্সার খেলাতে গলদ দেখছেন রিভালদো

করোনা বিরতির পর লিগ শুরু হলে মাঠের রেফারিং নিয়ে অনুযোগ বাড়ছেই বার্সেলোনার। বিশেষ করে ভিএআর প্রযুক্তি নিয়ে রেফারিদের খোঁচা দিতে ছাড়ছেন না ডিফেন্ডার পিকে থেকে শুরু করে ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ পর্যন্ত। সাবেক বার্সা কিংবদন্তি রিভালদোর কথা আবার ভিন্ন। ভিএআর নিয়ে খোঁচাখুঁচি না করে মাঠের পারফরম্যান্স নিয়ে মাথা ঘামানোর পরামর্শ দিয়েছেন ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

বেটফেয়ারকে সাক্ষাৎকারে সাবেক ক্লাবকে নিয়ে হতাশা লুকাতে পারেননি রিভালদো, ‘কখনো কখনো রেফারিং কিংবা ভিএআর নিয়ে আপনার হতাশ হওয়ার অধিকার আছে, তবে রিয়াল মাদ্রিদকে ঘিরে পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয়েছে বলে বার্সা সভাপতির কথার সঙ্গে আমি একমত নই।’

‘বার্তেমেউ মিডিয়ায় এসব কথা বলে নিজের ক্লাবের বাজে অবস্থার কথা সরিয়ে রাখতে চাইছেন।’

‘বার্সেলোনা এখনো লা লিগা শিরোপা জেতার জন্য লড়াই করে যাচ্ছে, তারা এখনো চ্যাম্পিয়ন্স লিগে আছে, তবে ক্লাবের সময়টা ভালো যাচ্ছে না।’

খারাপ সময়ের জন্য রেফারিং কিংবা ভিএআরকে দোষ দিতে চাইছেন না রিভালদো, ‘আমার মতে রেফারিং কিংবা ভিএআর বার্সার সমস্যা না, তাদের আসল সমস্যা খেলার মান নিয়ে, আর এটা উন্নতির বিকল্প নেই এবং যে ধরনের খেলা দেখতে ভালোবাসে তারা সেভাবে খেলতে হবে।’

‘লকডাউনের আগে দল রিয়াল মাদ্রিদের থেকে এগিয়ে ছিল। এখন চার পয়েন্টে পিছিয়ে। দল যখন ভালো খেলছে না তখন আপনি ভিএআরকে দোষ দিতে পারেন না।’

‘কিকে সেতিয়েনের দলের কাছ থেকে আমি আরও ভালো পারফরম্যান্স আশা করি। আমি ভয়ে আছি রিয়ালকে শিরোপা লড়াইয়ের দৌড় থেকে নামানো যাবে না।’ রিভালদোর সোজাসাপ্টা মন্তব্য।