চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশের সীমাবদ্ধ চলচ্চিত্র

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তেমন কোনো সিনেমা হয়নি। মুক্তিযুদ্ধভিত্তিক অনেক সিনেমা হলেও স্বাধীনতার বীজ বপন করা ভাষা আন্দোলন এসেছে ‘জীবন থেকে নেয়া’, ‘বাঙলা’ এবং এরকম আর দু’য়েকটি চলচ্চিত্রে।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সিনেমা নির্মাণে সরকারকে পৃষ্ঠপোষকতার পরামর্শ দিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

৫২’র ভাষা আন্দোলনের ছেষট্টি বছর পার হয়েছে। এ সময়ে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে টেলিভিশনে নাটক হয়েছে অনেক, তথ্যচিত্রও আছে বেশ কিছু। কিন্তু চলচ্চিত্র? স্বৈরশাসনবিরোধী রূপক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’য় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি ব্যবহার করেছেন নির্মাতা জহির রায়হান। ১৯৭০ সালে মুক্তি পায় ‘জীবন থেকে নেয়া’।

স্বাধীনতার অনেক বছর পর আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘ওংকার’ অবলম্বনে ‘বাঙলা’ নামে চলচ্চিত্র নির্মাণ করেন প্রয়াত শহীদুল ইসলাম খোকন। ছবিটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম।

ভাষা আন্দোলন নিয়ে হাতেগোনা কয়েকটি সিনেমা নির্মাণ হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলছেন, ভাষা আন্দোলনকে ঠিকভাবে তুলে ধরা চিত্রনাট্য পাওয়া গেলে পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সহযোগিতা করবে তথ্য মন্ত্রণালয়।

চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্তরা মনে করছেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বড় ভূমিকা রাখতে পারে চলচ্চিত্র।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: