চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভালোবাসা বা প্রেম-সংক্রান্ত সূত্রাবলী

১. ভালোবাসাকে সবাই ভালোবাসে। দি ওয়ার্ল্ড লাভস দি লাভারস। এবং এভরিওয়ান লাভস দি লাভ।

২. ছেলেরা যেমন মেয়েদের চায়, মেয়েরাও তেমনি ছেলেদের চায়। (ব্যতিক্রম আছে)

৩. প্রেমে পড়লে ছেলেরা হয় বোকা, মেয়েরা হয় সাহসী।

৪. এটা একটা গবেষণার ফল: মানুষ জীবনে প্রেমে পড়ে গড়ে ছয়বার।

৫. বিয়ের পরে সাধারণত ৪ বছর পরে স্বামী-স্ত্রীর মধ্যে ভাঙনের লক্ষণ দেখা দেয়। এটা এসেছে আদিম সমাজ থেকে। যখন বিয়ের প্রচলন ছিল না। নারী পুরুষ একত্রিত হতো। সন্তানের জন্ম দিত। সন্তানের বয়স তিন হলেই তারা আলাদা হয়ে যেত।

৬. সাধারণত সুন্দর ছেলেদের কম সুন্দর মেয়ে জোটে, সুন্দর মেয়েদের কম সুন্দর ছেলে জোটে। এটা প্রকৃতির কারসাজি, প্রকৃতি ভারসাম্য প্রতিষ্ঠা করতে চায়।

৭. আমায় যখন ভালো সে না বাসে

পায়ে ধরিলেও বাসিবে না সে…

যে আপনাকে ভালোবাসবে না, তার পেছনে বেশি শ্রম ও সময় নষ্ট করবেন না। এটা প্রথম দু তিন সাক্ষাতেই বুঝে ওঠার কথা যে সে আপনাকে পছন্দ করে কিনা। তারপর বুঝে উঠতে পারবেন, পছন্দের মাত্রাটা ও প্রকৃতি কী রকম। যার সাথে হবে না, তার পেছনে সময় দেবেন না। তবে মেয়েরা সাধারণত প্রথমেই রাজি হয় না। একটু ঝুলিয়ে রাখে। ঝুলিয়ে রাখা আর সরাসরি না বলে দেওয়া এক জিনিস না।

আপনি যদি কাউকে তিনবার ফোন করেন, সে যদি একবারও ফোন ব্যাক না করে, তাহলে আপনার আর ফোন করা উচিত নয়।

৮. রাস্তায় দাঁড়িয়ে বখাটেপনা করলে প্রেম হয় না। প্রেমের জন্য মেলামেশার সুযোগ থাকতে হবে। সাধারণত যে কলেজে বিশ্ববিদ্যালয়ে জুটি হয়, কারণ তারা কথা বলার, ভাব বিনিময়ের সুযোগ পায়।

৯. কোনো প্রেম মরে না।

১০. সব প্রেমই মরে যায়। প্রেমের বেলাতেও এক্সপায়ারি ডেট আছে।

১১. প্রতিটা প্রেমই প্রথম প্রেম।

১২. যদি কেউ প্রেমে পড়ে, সাধারণত এই তথ্য সে কাউকে না কাউকে জানাতে চায়।

১৩. ছোটবেলার প্রেম দেহাতীত ধরনের হয়। বড়দের প্রেমে দেহটা অবশ্যম্ভাবী হয়ে পড়ে।

১৪. বুড়াদের চোখের চাউনি সাধারণত তরুণদের চেয়ে খারাপ হয়।

১৫. মেয়েরা যে মেয়েকে সুন্দর ভাবে, ছেলেরা সাধারণত তাকে সুন্দর ভাবে না। ছেলেরা যে মেয়েকে সুন্দর ভাবে, মেয়েরা সাধারণত সেই মেয়েকে সুন্দর ভাবে না।

১৬. ছেলেরা মেয়েদের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয় সবার আগে।

১৭. মেয়েরাও ছেলেদের সৌন্দর্য পছন্দ করে। তবে সুন্দর করে কথা বলা, সেন্স অফ হিউমার, আর্টিস্ট, ক্রিকেটার বা স্টারদের প্রতি মেয়েরা আকৃষ্ট হয়।

১৮. পণ্ডিত মেয়েদের ছেলেরা পছন্দ করে কিনা আমার জানা নাই। কিন্তু পণ্ডিত ছেলেদের মেয়েরা পছন্দ করে। যেমন স্টিফেন হকিংও প্রেম করে বিয়ে করেছেন।

১৯. যে ছেলে একাধিক প্রেম করেছে বা সম্পর্ক স্থাপন করেছে, মেয়েরা তার প্রতিই আকৃষ্ট হয়। এটা হয়তো ওই ছেলেদের মেয়েদের আকৃষ্ট করার ক্ষমতার কারণেই হয়। মেয়েদের ক্ষেত্রেও এটা সত্য হতে পারে।

২০. আপনি যদি দেখেন কেউ একটা সম্পর্ক রাখা অবস্থায় আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, এটা খুব স্বাভাবিক যে সে আরও কারও কারও সঙ্গে সম্পর্ক রেখেছিল, রাখছে বা রাখবে।

২১. প্রত্যেকেই ভালোবাসিত হতে চায়।

২২. প্রশংসা করুন। প্রশংসায় কাজ হয়ই। তবে আবারও বলি, যেখানে হবে না, তার জন্য প্রাণপাত করবেন না। কেটে পড়ুন। অন্য জায়গায় চেষ্টা করুন। বেস্ট অফ লাক।

২৩, মন সহজে কি আর সই হবা, চিরকাল ইচ্ছা এমন আল ডিঙায়ে ঘাস খাবা। এইটা নারী ও পুরুষ উভয়েরই মৌলিক প্রবণতা।

২৪. কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে কেউবা সিকি পয়সা ধারে না যে, মাণ্দাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য এ​ড়িয়ে যাবে সকল জখম? রবীন্দ্রনাথের উপদেশ মানুন–– মনেরে আজ কহ যে, ভালোমন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে।

২৫. অন্যের গোপনীয়তাকে সম্মান করুন।