চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারোত্তোলনে আবারও সোনা আনলেন মাবিয়া

বাংলাদেশের পঞ্চম সোনা

ভারোত্তোলনে আবারও সোনা আনলেন মাবিয়া আক্তার সীমান্ত। শনিবার মেয়েদের ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনার হাসিতে মেতেছেন গত সাউথ এশিয়ান গেমসেও সোনাজয়ী এ অ্যাথলেট।

কাঠমান্ডুতে এসএ গেমসের ১৩তম আসরে ভারোত্তোলনের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজিসহ সর্বমোট ১৮৫ কেজি ওজন তুলে শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্তিকে হারিয়েছেন মাবিয়া।

এই ইভেন্টে রুপা জয়ী প্রিয়ান্তি স্ন্যাচে ৮৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজিসহ সবমিলিয়ে তুলেছেন ১৮৪ কেজি। আর ব্রোঞ্জ জয়ী নেপালের পুন তারা দেবী স্ন্যাচে ৭৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজিসহ সর্বমোট ১৭২ কেজি ওজন তুলেছেন।

২০১৬ সালে গত এসএ গেমসে শিলং-গুয়াহাটিতে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৪৯ কেজি ওজন তুলে সোনা এনেছিলেন মাবিয়া।

চলতি এসএ গেমসে এখন পর্যন্ত ৫টি সোনা জিতল বাংলাদেশ।