চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারী তুষারপাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র অচল, প্রাণহানির সংখ্যা বাড়ছে

ভারী তুষারপাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের একাংশ। কয়েক দিনের তীব্র তুষারপাতে ইউরোপের বিভিন্ন অঞ্চলে এপর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। 

জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, অস্ট্রিয়াসহ ৯টি দেশ পুরোপুরি অচল হয়ে পরেছে। 

দক্ষিণ জার্মানির ব্যাভেরিয়া রাজ্যের কিছু এলাকায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থাসহ স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং মিউনিখসহ ইউরোপজুড়ে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে।

কয়েক মিটার উচ্চতার তুষার জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। দুর্যোগ মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী। সুইজারল্যান্ড, বুলগেরিয়া ও অস্ট্রিয়া এবং তিউনিশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় ১০ থেকে ১২ ফুট উচ্চতা পর্যন্ত তুষার জমে রয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আধা ফুট উচ্চতার বরফে ঢাকা পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

এরই মধ্যে বাতিল করা হয়েছে কয়েকশ ফ্লাইট। এছাড়াও ৯টি অঙ্গরাজ্যে তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।