চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারত-যুক্তরাষ্ট্র একে অন্যের সামরিক ঘাঁটি ব্যবহার করবে

ভারতের সেনা, নৌবহর ও বিমান ঘাঁটি ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে
একইভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এমন ঘাঁটি ব্যবহার করতে পারবে ভারত।
দেশ দুটির মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক এক সমঝোতা স্মারকে এ কথা বলা
হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গতকাল সোমবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তির সমঝোতা (এলইএমওএ) স্মারক স্বাক্ষরিত হয়। এতে বলা হয়, দুই দেশ একে অপরের সামরিক বাহিনীর ঘাঁটি ও অন্যান্য সম্পদ ব্যবহার করতে পারবে।

চীনকে মোকাবেলার জন্য এশিয়া- প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এশিয়া- প্রশান্ত মহাসাগর অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও রণতরীগুলো জ্বালানি গ্রহণ, মেরামত ও অন্য লজিষ্টিক কাজে ভারতের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করবে।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন, সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে যৌথ অভিযানের ক্ষেত্রে সহযোগিতা আরো সহজ ও কার্যকর হবে।

আর ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বলেন, এই সমঝোতার ফলে যৌথ অভিযান বা মহড়ায় ভারত ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সহজেই একে অপরের সহযোগিতা করতে পারবে।