চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভারত-পাকিস্তানসহ ৬ দেশ ভ্রমণে সতর্ক করলো কানাডা

বিশ্বের ৬টি দেশে ভ্রমনের ব্যাপারে কানাডীয়ানদের সতর্ক করে দিয়েছে দেশটি। বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে পত্রিকাটি বলেছে, এই ৬টি দেশে চাঁদার জন্য অপহরণ নৈমত্তিক ঘটনা। এই তালিকায় দুই প্রতিবেশি পরাশক্তি ভারত ও পাকিস্তানের নাম থাকলেও নেই বাংলাদেশের নাম।

টরন্টো স্টারের ‘আতংকের ৬ দেশের’ তালিকায় বাকি দেশগুলো – মেক্সিকো, ফিলিপাইন, নাইজেরিয়া এবং লিবিয়া।

নাইজেরিয়ার ব্যাপারে বলা হয়েছে, দেশটির ১৫টি অঙ্গরাজ্যে নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক করা হচ্ছে। ওই ১৫টি অঙ্গরাজ্যে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা অত্যাধিক পরিমানে বেড়ে গেছে।

ভারতে শুধু মাত্র গত বছর ৭০,০০০ মানুষ অপহরণের শিকার হয়েছে। দেশটিতে শিশু অপহরণ থেকে শুরু করে ভ্রমণকারীরা ধর্ষণেরও শিকার হচ্ছে। পাকিস্তানের জঙ্গিবাদ, মেক্সিকোর মাদক সমস্যা ও লিবিয়ার অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।