চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারত-চীন ১০ বিলিয়ন ডলারের চুক্তি

নরেন্দ্র মোদির তিন দিনের চীন সফরের প্রথম দিনে বৈঠক করেছেন চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়েং’র সঙ্গে। মোদির এই সফরে এখন পর্যন্ত ১০ বিলিয়ন ডলারের ২৪টি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে।

এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিন পিয়ং তার নিজ শহর শিয়ানে মোদিকে আতিথেয়তা দেন। যা যে কোনো বিদেশী নেতার ক্ষেত্রে প্রথম।  মোদিও গত বছর চীনা প্রেসিডেন্টের ভারত সফরের সময় তাকে গুজরাটে আতিথেয়তা দিয়েছিলেন।

তিন দিনের সফরের দ্বিতীয় দিনে চীনের রাজধানী বেইজিংয়ে এক বৈঠকের পর চুক্তিগুলো সই হয়।

পরে যৌথ বিবৃতি দেন দু’নেতা। বিবৃতিতে মোদি চীনের সঙ্গে দীর্ঘ দিনের বিবাদমান সীমান্ত সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দেন। এ জন্য তিনি বেইজিংকে শক্ত পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন।

আগামী দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই দেশের মৈত্রীর বন্ধন আবশ্যক উল্লেখ করে তিনি বলেন, আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। এর জন্য অতীতের সকল ভুল বোঝাবুঝি আগে দূর করতে হবে।

উল্লেখ্য, সীমান্ত সমস্যায় জড়িয়ে ১৯৬২ সালে ভারত ও চীন রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে।

এর আগে বেইজিং’র গ্রেট হলের সামনে গার্ড অব অনার দেয়া হয় নরেন্দ্র মোদিকে। শনিবার সাংহাইয়ের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্মস্থান জিয়ান নগরীতে পৌঁছলে নরেন্দ্র মোদিকে সংবর্ধনা দেয়া হয়।