চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারত চায় রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ভারত চায় রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক। এজন্য প্রতিবেশী দেশ হিসেবে ভারত সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি।

ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বৈঠকে পানি, জ্বালানি, পর্যটনসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিজেপি সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর তিনদিনের সফরে ঢাকায় এসেছেন। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দু’দেশের অমীমাংসিত বিষয় এবং রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক নানা ইস্যু আলোচনায় উঠে আসে।

পরে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা চুক্তি বিষয়ে নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে ভারত সরকার। অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

আসামে বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে জয়শঙ্কর জানান, নাগরিকত্বের নিবন্ধন বা জাতীয় নাগরিকপঞ্জি ভারতের অভ্যন্তরীণ বিষয়।