চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে

নতুন বছরে ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে। এ সময়ে ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। সংক্রমণের এই হার গতকালের তুলনায় ২১ শতাংশ বেশি। ভারতে শুরুর দিকে ওমিক্রনে শনাক্ত রোগী ছিলো ৬৪ জন, বর্তমানে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৩ হাজারেরও বেশি।

মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি জানায়, দেশটিতে প্রত্যেকদিন কোভিড শনাক্তের হার ৯.২৮ শতাংশ এবং সাপ্তাহিক শনাক্তের হার ৫.৬৬ শতাংশে উন্নীত হয়েছে।

বাংলাদেশ সময় শনিবার সকাল ১১টা পর্যন্ত দেশটিতে ১ লাখ ৪১ হাজারের বেশি সংক্রমণের পাশাপাশি মৃত্যু হয়েছে ২৮৫ জনের। গতকাল এই নতুন শনাক্ত রেকর্ড ছিলো ১ লাখ ১৭ হাজারের বেশি এবং ৩০২ জনের মৃত্যু।

ভারতে এ পর্যন্ত ২৭ টি প্রদেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। ওমিক্রনে সর্বোচ্চ সংক্রমণ রয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৮৭৬ জনের শরীরে ওমিক্রনের উপস্থিতি মিলেছে। দিল্লীতে এই সংক্রমণ রয়েছে ৫১৩ জনের শরীরে।

ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২০৩ জন।

করোনা ভাইরাসে ভারতের মহারাষ্ট্র সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত হয় প্রদেশটিতে।

করোনা শুরুর দুই বছরে ভারতে প্রথম করোনা শনাক্তের রেকর্ড ১ লাখ ছাড়িয়ে যায় গত বছরের জুন মাসে।