চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা, ১০০ জন কোয়ারেন্টাইনে

ভারতের রাষ্ট্রপতি ভবনের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সেখানে কর্মরত অন্তত ১০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

দিল্লির রাষ্ট্রপতি ভবনের এক পরিচ্ছন্নতাকর্মীর শরীরে চারদিন আগে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

রাষ্ট্রপতি ভবনের সচিব পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারগুলো এরই মধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছে, এখন সেখানকার কর্মীদেরও কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

নমুনা পরীক্ষায় ওই পরিচ্ছন্নতাকর্মী ছাড়া আর কারো শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। আর প্রাণ হারিয়েছে ৫৯০ জন। ২৪ ঘণ্টাতে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪৭ জন।

মহারাষ্ট্রের পরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দিল্লিতে। সেখানে ২,০০০ জন এই ভাইরাসে আক্রান্ত।