চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের ‘পরামর্শ’ নাকচ করলো পাকিস্তান

পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজকে হুরিয়ত নেতাদের বৈঠক না করার ভারতের ‘পরামর্শ’ বা দাবি ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। ভারতের এই পরামর্শের বিপক্ষে পাঁচটি যুক্তি তুলে ধরেছে দেশটি।

আগামী রোববার দিল্লীতে সন্ত্রাস ইস্যু ও কাশ্মীর প্রসঙ্গ দু’দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা-এনএসএ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পাকিস্তান সরকার এক বিবৃতিতে ভারতের পরামর্শ ফিরিয়ে দেয়ার বিষয়ে পাঁচটি যুক্তি তুলে ধরেন।

পাকিস্তানের মতে, জাতিসংঘে কাশ্মীর এখনো একটি বিতর্কিত বিষয়। ভারত সফরের সময় পাকিস্তান সবসময়ই বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের সঙ্গে বৈঠক করেছে। এই প্রথা থেকে সরে আসার কোনো কারণই নেই।

তাছাড়া কাশ্মীর সমস্যা নিরসনে পাকিস্তান বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন।

এর একদিন আগে ওই বৈঠককে ‘অনুচিত’ মন্তব্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘আসন্ন ভারত সফরে বিচ্ছিন্নতাবাদী হুরিয়ত নেতাদের সঙ্গে পাকিস্তানেবৈঠক করা উচিত নয়।

এটা উভয় দেশের (দুই দেশের সীমান্তবর্তী এলাকা) আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের লক্ষ্য এবং কর্মসূচি দু’টির পক্ষেই ক্ষতিকর।’