চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের কেরালায় একই পরিবারের পাঁচজনের করোনা

ভারতের কেরালায় একই পরিবারের পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

ওই পাঁচজনের তিনজন সম্প্রতি ইটালি সফর করেছিলেন। সেখানে এখন করোনার প্রাদুর্ভাব প্রবলভাবে বেড়েছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেকে শায়লাজা জানান: ওই পরিবার বিমানবন্দরে তাদের ভ্রমণ ইতিহাস জানাননি এবং কোনো পরীক্ষার মধ্যেও যাননি তারা।

তিনি বলেন: প্রথম দিকে হাসপাতালে ভর্তি হতেও অপারগতা জানান তারা, পরে তাদের বাধ্য করতে হয়।

পাঁচজনের মধ্যে দু’জন ৫০ বছর বয়সী এবং একজন তাদের ২৬ বছর বয়সী সন্তান। দেশে ফিরে তারা বেশকিছু আত্মীয়ের সঙ্গে দেখা করেন। পরে স্বজনদের দু’জনের মধ্যেও করোনার লক্ষণ দেখা দেয় এবং আইসোলেশনে রাখা হয়।

মন্ত্রী বলেন: আমরা সবাইকে ভ্রমণ ইতিহাস কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ জানাচ্ছি। আরও বেশি পূর্বপ্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা ট্রেস করাও শুরু করেছি।

আক্রান্ত পরিবারটি ভেনিস থেকে দোহায় যায় তারপর কোচিতে। মার্চের ১ তারিখ তারা কোচি পৌঁছায়। স্বাস্থ্যকর্মীরা বয়স্ক ওই জুটিকে মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।

ভারতের প্রথম করোনা আক্রান্তের খবর আসে কেরালা থেকেই। তবে প্রথম আক্রান্ত ওই তিন জন সুস্থ হয়েছেন। নরেন্দ্র মোদি সরকারি কর্মকর্তাদের সঙ্গে এই প্রাদুর্ভাব নিয়ে আলোচনা করছেন।  কোয়ারেন্টাইনের সুবিধা সম্বলিত জায়গাও খোঁজা হচ্ছে। রোগ যেন না ছড়ায় তার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ইটালিতে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার। সেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২২৫ জন। দেশটির বড় একটা অংশ লকডাউন করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে চড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজারেরও বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে ৩ হাজারেরও বেশি, যাদের বেশিরভাগই চীনে।