চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের কর্নাটকে বিধান সভা নির্বাচন সম্পন্ন

ভারতের কর্নাটক রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই রাজ্যের ২২৪টি আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২২২টি আসনে।

এদিন ৭৩ শতাংশ মানুষ ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। আর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ১৫মে মঙ্গলবার।

কর্নাটকের ৩০টি জেলার ৫৮ হাজার ৮টি কেন্দ্রে ভোটগ্রহণের কথা থাকলেও ভোটিং মেশিনে ত্রুটির কারণে একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি, প্রধান বিরোধীদল কংগ্রেস, জনতা দল সেকুলার-জেডিএস প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।