চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতের এনআরসির সঙ্গে বাংলাদেশের জনগণের কোন সম্পর্ক নেই: শ্রিংলা

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ভারতের এনআরসি হচ্ছে, এর সাথে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কোন ধরণের সম্পর্ক নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

আজ সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটিজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কূটনৈতিক গুরুত্বে ভারতের কাছে প্রতিবেশী হিসেবে বাংলাদেশ সবার আগে, বাংলাদেশের সঙ্গে ৫৪ নদীর পানি বন্টন ও ব্যবস্থাপনায় সবচেয়ে ভালো সমাধানই খুঁজে বের করার চেষ্টা চলছে।

‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ, মোদি বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই না ভারতেরও হিরো।’

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমার মেনে নেবে এমন যে কোন ধরনের সমঝোতার উদ্যোগে পাশে থাকবে ভারত। তবে ভারত চায় সেই উদ্যোগ যেন নিরাপদ এবং ভলান্টারি হয়।