চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভারতীয় প্রেক্ষাগৃহে আবারও ‘কেজিএফ’

২০১৮ সালে মুক্তি পাওয়া ভারতের অন্যতম সাড়া জাগানো ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ পুনরায় প্রদর্শিত হচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে!

শুক্রবার এমন ঘোষণাই দিয়েছেন প্রযোজক রিতেশ সিধওয়ানি। তিনি জানিয়েছেন, ২৩ অক্টোবর থেকে এক সপ্তাহের জন্য পিভিআর, ইনক্স এবং সিনেমাপলিস প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি।

করোনার কারণে সাত মাস বন্ধ ছিলো ভারতের সব প্রেক্ষাগৃহ। গেল সপ্তাহে প্রেক্ষাগৃহ খোলার পর নতুন ছবির সংকট দেখা দেয়। প্রযোজকরা পরিস্থিতি বুঝে নতুন ছবি মুক্তি দিতে চান। আর এই সময়ে অতীতের হিট ছবিগুলোই প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি দিচ্ছেন। সেই হিসেবেই মুক্তি পেল ‘কেজিএফ’।

২০১৮ সালের ২১ ডিসেম্বর ভারতের আড়াই হাজার স্ক্রিনে মুক্তি পেয়ে তাক লাগিয়ে দিয়েছিল কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। ৮০ কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল ২৫০ কোটি রুপিরও বেশি! ফলে সিনেমাটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে বাজেট বাড়িয়ে এর দ্বিতীয় কিস্তির কাজ চলছে। ইতোমধ্যে যার শুটিংও প্রায় শেষের পথে।