চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতীয় ক্রিকেটে সৌরভ যুগের শুরু

ধোনি-কোহলিদের কোচ কিংবা পরিচালক এ দুটির যে কোনো একটি হতে যাচ্ছেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এর নিষ্পত্তি হবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে। তবে পদমর্যাদা যাই হোক না কেনো তিনিই হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের আগামী দিনের সর্বেসর্বা।

এ খবর নিশ্চিত করেছে পশ্চিম বাংলার প্রভাবশালী দৈনিক ‘আনন্দবাজার পত্রিকা’। আজ এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও বোর্ড প্রেসিডেন্টের অসুস্থতার কারণে তা হয়নি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দায়িত্ব নিতে রাজি হলেও দীর্ঘ মেয়াদের ভিত্তিতে যেনো কাজ করার সুযোগ দেয়া হয় সে ব্যাপারে নিশ্চয়তা চেয়েছেন সৌরভ।

বোর্ড সূত্রে জানা গেছে আপাতত ধোনি-কোহলিদের অভিভাবক হিসাবে ভেবে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল এ অধিনায়ককে।

তার আগমনে কপাল পুড়তে পারে রবি শাস্ত্রীর। ডিরেক্টরের পদ থেকে তাকে সরিয়ে দেয়ার পাশাপাশি বোর্ডের কোনো পদেই তাকে রাখা হবে না বলে সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত উপদেষ্টা পরিষদে তাকে রাখা হবে বলে জানা গেছে।

গাঙ্গুলীর পদ যাই হোক না কেনো বাংলাদেশ সফরে যে ধোনি-কোহলিদের সৌরভই নিয়ে আসছেন এটি মোটামুটি নিশ্চিত।

নতুন বোর্ডের অধীনে কাজ করতে পারেন আরও দুই ভারতীয় কিংবদন্তী। তারা হলেন শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। তাদের ভূমিকা কি হবে সেটা অবশ্য এখনও নিশ্চিত করা হয়নি।

দু’জনের সঙ্গেই আলোচনা এগিয়ে রেখেছে বোর্ড। আইপিএল শেষ হলেই সিদ্ধান্ত জানাবেন বলে বোর্ডকে অপেক্ষায় রেখেছেন তারা।