চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতীয় ইতিহাসের অন্ধকার অধ্যায়ের গল্প

অস্কার জয়ী হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়ালি হিন্দি রিমেক হবে আমির খান অভিনীত নির্মিতব্য ছবি ‘লাল সিং চাড্ডা’। এতোদিন ধরে এমনটা শোনা গেলেও এবার জানা গেলো ভিন্ন বিষয়!

টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’-এর চিত্রনাট্য ও কাহিনী থেকে অনেক ভিন্নতা থাকবে আমিরের ‘লাল সিং চাড্ডা’য়। জানা গেছে, আমিরের ছবির কাহিনী রচিত হবে ভারতের স্পর্শকাতর সত্য দুটি ঘটনাকে কেন্দ্র করে।

কী সেই সত্য কাহিনী? ‘ফরেস্ট গাম্প’-এ তুলে ধরা হয়েছিল আমেরিকার সত্য ইতিহাসকে। আর আমিরের ছবিতে তুলে ধরা হবে ভারতের অন্ধকার এক অধ্যায়ের গল্প। এরমধ্যে একটি হল অপরাশেন ব্লু স্টার এবং অপরটি হলো ভারতের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা।

তবে ছবির কাহিনীতে এই অন্ধকার অধ্যায়ের গল্প কীভাবে চিত্রায়িত হবে সে বিষয়ে কোনো ধারনা পাওয়া যায়নি।

এরআগে ছবিটি নিয়ে জানা যায়, ‘লাল সিং চাড্ডা’র শুটিং হবে ভারতের ১০০টি স্থানে।

‘লাল সিং চাড্ডা’ ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্নি। পরিচালনা করবেন ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২৫ ডিসেম্বর।