চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভাব-গাম্ভীর্য আর নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাব-গাম্ভীর্য এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র এ দিনটি পালন করছেন। পবিত্র আশুরায় রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

হিজরি বর্ষের প্রথম মাস মহররম। পৃথিবীর শুরু থেকে মহররম মাসের ১০ তারিখ নানাভাবে তাৎপর্যপূর্ণ এবং পুণ্যময়। পরবর্তী সময়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের পর ৬১ হিজরির পবিত্র এ দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে শোকাবহ ঘটনা। তাঁরই প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। একারণেও মুসলিম উম্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ পবিত্র এ দিন।

সারা বিশ্বের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কোর-আন খানি, ওয়াজ-মাহফিল, ও জিকির আসকারসহ ইবাদত বন্দেগির মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করছেন।

শিয়া মুসলমানরা রাজধানীর হোসেনী দালান, লালবাগ, আজিমপুর এবং মোহাম্মদপুরে রাতভর ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা পালন করেছেন।

রাজধানীসহ সারা দেশে বের করা হবে তাজিয়া মিছিল। অন্যান্য বারের তুলনায় এবারের তাজিয়া শোভাযাত্রার জন্য অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।