চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বড় টার্গেটের লক্ষ্যে বাংলাদেশ

তৃতীয় দিনের খেলার শুরুতেই ডেল স্টেইনের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডাব্লিউ এর ফাঁদে পরে ফিরে গেলেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যক্তিগত ২৮ রানের মাথায় বিশ্বের সেরা টেস্ট বোলার স্টেইনের প্রথম শিকার হয়ে ফিরে যান মুশফিক। 

দলীয় ১৯৫ রানের মাথায় মুশফিকের বিদায়ে পঞ্চম উইকেটের পতন হয়। সাকিব আল হাসানকে সঙ্গ দিতে এখন মাঠে রয়েছেন ‍লিটন দাস।   

বিশ্বসেরা অরাউন্ডার সাকিব এবং মুশফিকের জুটি তৃতীয় দিনের খেলার সূচনায় মাঠে নামে। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে চার উইকেটে ১৭৯ রানের সংগ্রহ নিয়ে। 

প্রথম দিনের ৭ রানের সাথে দ্বিতীয় দিনে ১৭৩ রান যোগ করে টাইগাররা। এখন পর্যন্ত বাংলাদেশের ইনিংসের সফলতম দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ৫৭ রান এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৬৭ রান করে আউট হন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথম দিনের খেলায় অভিষিক্ত পেস বোলার মুস্তাফিজুর রহমান এবং লেগ স্পিনার জুবায়ের হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ২৪৮ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের প্রথম ইনিংস।