চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বড়দের পর ভারতের যুবারাও এশিয়ার চ্যাম্পিয়ন

কয়েকদিন আগেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের জাতীয় দল। বড়দের পর এবার এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারতীয় যুবারাও। রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৪ রানে হারিয়েছে কোহলি-রোহিতদের উত্তরসূরিরা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মোট সাতবারের আয়োজনে ছয়বারই চ্যাম্পিয়ন হল ভারত। ২০১৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরে শিরোপা জেতে আফগানিস্তান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩০৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। জবাবে ১১.২ ওভার বাকি থাকতে ১৬০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

তিনশ’র বেশি রান করলেও সেঞ্চুরি পাননি কোনো ভারতীয় ব্যাটসম্যান। তবে তাদের প্রথমসারির পাঁচ ব্যাটসম্যানের চারজনই হাফসেঞ্চুরি করেন। যশসভী জয়সওয়াল ও অঞ্জু রাওয়াত মিলে ওপেনিং জুটিতে এনে দেন ১২১ রান। জয়সওয়াল ৮৫ ও রাওয়াত করেন ৫৭ রান।

ব্যাটে নামা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যিনি হাফসেঞ্চুরি পাননি সেই দেবদত্ত পাদিকাল আউট হন ৩১ রানে। পরে সিমরান সিংয়ের ৩৭ বলে ৬৫ ও আয়ুস বাদোনির ২৮ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংসে তিনশ পেরিয়ে যায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। লঙ্কান কোনো ব্যাটসম্যানই ফিফটি তুলতে পারেননি। সর্বোচ্চ ৪৯ রান করেন ওপেনার নিশান ফার্নান্ডো। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান মিডলঅর্ডার ব্যাটসম্যান নবোদ পারনাভিথনের। তাদের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটাই স্পর্শ করতে ব্যর্থ।

ভারতের হয়ে একাই ৬ উইকেট নিয়ে নায়ক হার্শ ত্যাগী। ১০ ওভারে ৩৮ রানে ৬টি উইকেট নেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।