চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বড়দিনের ভ্রমণে ওমিক্রন বাড়ার আশংকা

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর সংক্রমণ ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুতই ছড়িয়ে পড়েছে। উর্ধ্বমুখী সংক্রমণের ফলে এরই মধ্যে পুনরায় বিভিন্ন দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বড়দিনের ঘোরাঘুরিতে সংক্রমণ আরও দ্রুত ছড়াতে পারে বলে আশংকা করেছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।

বিবিসি’র প্রতিবেদনে এমন শংকার তথ্য জানানো হয়েছে।

ফাউসি বলেন: ওমিক্রন দ্রুত ছড়ায় এতে কোনো সন্দেহ নাই। ফলে বড়দিনের উৎসবে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেতে পারে। এমনকি দুই ডোজ টিকা নেয়া ব্যক্তিরাও পুনরায় সংক্রমিত হতে পারেন।

স্থানীয় সময় রোববার এনবিসি আয়োজিত “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে কথা বলেন অ্যান্থনি ফাউসি।

এসময় স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের আহ্বান জানান তিনি।

এছাড়াও পূর্ণ ডোজ টিকা ও বুস্টার ডোজ গ্রহণ করার কথাও বলেছেন তিনি। কারণ টিকা না নেয়া ব্যক্তিরা অধিক ঝুঁকির মধ্যে রয়েছেন।

উল্লেখ্য, মহামারি শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের ৫ কোটি ১৭ লাখের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।