চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রিটেনের মজুরি প্রবৃদ্ধি চার বছরে সর্বোচ্চ

ব্রিটেনের মজুরি প্রবৃদ্ধি বেড়ে চার বছরের মধ্যে সর্বোচ্চ ২ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে বেকারত্বের হারও।

দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, ব্রিটেনের গড় মজুরি বৃদ্ধির হার ২০১৪ সালের একই সময়ের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়েছে। যা ২০১১ সালের আগস্টের পর সর্বোচ্চ। তবে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে মাইনাস শূন্য দশমিক ১ শতাংশে।

গত বছরের একই সময় মূল্যস্ফীতির হার ছিল ১ দশমিক ৮ শতাংশ। ওদিকে দেশটির বেকারত্বের হারও কমেছে। গত তিন মাসে যুক্তরাজ্যের বেকারত্বের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৫ শতাংশে। যা ২০০৮ সালের আগস্টের পর সর্বনিম্ন।