চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রাহ্মণবাড়িয়ায় ডুবে যাওয়া নৌকা উদ্ধারে এখনও কাজ চলছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইসকা বিলে দুর্ঘটনাকবলিত নৌকাটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলের সদস্যরা।

রোববার সকালে নৌকাটি উদ্ধারে পুনরায় কাজ শুরু করা হয়েছে। নৌকাটি উদ্ধারের মাধ্যমে তিনদিনের উদ্ধার কাজের সমাপ্তি করা হবে।

ফায়ার সার্ভিস সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, ২০টনের একটি চেইন কাপ্পার মাাধ্যমে এটি পানির নীচ থেকে উপরে উঠানো হবে।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন জানিয়েছেন, এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কোন মরদেহ থাকার সম্ভাবনা নেই এবং স্বজনদের পক্ষ থেকেও আর নিখোঁজের অভিযোগ আমরা পাইনি।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়।

পরে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে ৭ জনকে আসামী করে বিজনগর থানায় মামলা হয়। এ ঘটনায় নৌকার মাঝিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।