চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রাজিলের কারাগারে আবারও সহিংসতা

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের নাতাল শহরের কাছে একটি কারাগারে নতুন করে শুরু হওয়া সহিংসতায় কমপক্ষে ১০ বন্দি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারাগারটি বর্তমানে কয়েদিদের দখলে চলে গেছে।

দেশটির বিভিন্ন কারাগারে ১শ’ বন্দির মৃত্যুর মাত্র কয়েকদিন পর আবার এই রোমহর্ষক ঘটনা ঘটল।

রিও গ্রান্দে দো নোর্তে অঙ্গরাজ্যের বৃহত্তম কারাগার আলকাকুজে প্রতিপক্ষ দলগুলোর ওই সহিংসতায় আরও অনেকে মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

একটি অপরাধ চক্রের সদস্যদের আটক থাকার সুযোগে প্রতিদ্বন্দ্বী চক্রের অন্য সদস্যরা শনিবার ওই হামলা চালায়। নিহতদের শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে বলে কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে।

রাজ্য কারাগার ব্যবস্থাপক জেমিলটন সিলভা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ও্ই ঘটনায় তিন বন্দির বিচ্ছিন্ন মুণ্ডু তারা দেখতে পেয়েছেন।

রাজ্যের রাজধানী নাতালের বাইরের কারাগারটির ধারণক্ষমতা সর্বোচ্চ ৬শ২০ বন্দির। কিন্তু এতে ১১শ’ বন্দিকে রাখা হয়েছে।