চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা

অর্ধশতকের মাত্র দুই রান দুরে থেকে ইমরান তাহিরের ঘুর্ণি জাদুর ফাঁদে পড়ে এলবিডাব্লিউ হয়ে ফিরে গেছেন সাকিব আল হাসান। ৫১ বলে ৪৮ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলে দলীয় সংগ্রহকে শতকের কোঠা পেরোনোর ক্ষেত্রে মুল ভূমিকা রাখেন তিনি।

দলীয় ১২০ রানের মাথায় সাকিবের বিদায়ে ৭ উইকেট হারিয়ে চরম বিপযর্য়ের মুখে পড়েছে টাইগার ব্যাটিং। এখন ব্যাট করতে মাঠে রয়েছেন নাসির হোসেন এবং মাশরাফি বিন মর্তুজা।

পঞ্চম উইকেট জুটিতে সাকিব-মুশফিকের ৫৩ রানের বিপর্যয় সামলানো জুটি ভাঙ্গার পর খুব দ্রুতই ফিরে যান সাব্বির রহমান। দলীয় স্কোরে আর মাত্র ১১ রান যোগ হওয়ার পরই ক্রিস মরিসের দুর্দান্ত এক ডেলিভারিতে সরাসরি বোল্ড হন সাব্বির। ১৩ বল খেলে ৫ রান করেন টাইগারদের এই হার্ডহিটার ব্যাটসম্যান।

বাংলাদেশ-সাউথ আফ্রিকা ওয়ানডে ম্যাচের শুরুর দিকেই বিপর্যয়ের মুখে পড়া টাইগার ব্যাটিংয়ের হাল ধরা মুশফিকুর রহিম জেপি ডুমিনির শিকার হয়ে ফিরে যান। দলীয় স্কোর ১০০ ছাড়ানোর আগেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। দলীয় ৯৩ রানের মাথায় মুশফিকুর রহিম ৩৮ বলে ২৪ রান করে ইমরান তাহিরের তালু বন্দি হন।

ওয়ানডেতে অভিষেক ম্যাচেই এরই মধ্যে চার উইকেট লাভ করা এবং হ্যাট্রিক অর্জনকারি কাগিসো রাবাদার ঝড়ো বোলিংয়ে বিপর্যয়ের মুখে পড়ে টাইগার ব্যাটিং। প্রথম সারির চার ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নের পথ দেখান রাবাদা।

হ্যাটট্রিকের দেখা পাওয়া কাগিসো রাবাদা উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামা সৌম্য সরকারকে ফিরিয়ে নিজের চতুর্থ শিকার তুলে নেন। আউট হওয়ার আগে নিজের সহজাত আগ্রাসিভাবেই ব্যাট চালাচ্ছিলেন সৌম্য। ৪ টি দর্শনীয় চারের মারে ২৭ বলে ২৭ রানের সৌম্যের ইনিংসটি থামে ডুমিনির হাতে ধরা পরলে।

বাংলাদেশ-সাউথ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা। ম্যাচের তৃতীয় ওভারে বল করতে এসে কাগিসো রাবাদার ঝড়ো বোলিংয়ে একেবারে ধসে পড়ে টাইগারদের টপ অর্ডার। তামিম ইকবাল, লিটন কুমার দাস এবং মাহমুদুল্লাহকে ওভারের চতুর্থ, পঞ্চম এবং শেষ বলে ফিরিয়ে হ্যাটট্রিক অর্জন করেন রাবাদা।

বাংলাদেশ-সাউথ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগাররা। বৃষ্টির কারণে আড়াই ঘন্টা অপেক্ষার পরে খেলা শুরু হয়।

বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, জুবায়ের হোসেন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ।

সাউথ আফ্রিকা: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়ান, ক্রিস মরিস, ইমরান তাহির, কাইল অ্যাবোট ও রাবাদা।