চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্যাংক ডাকাতির পেছনে ভিন্ন ঘটনা ছিল: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

সাভারের কাঠগড়ায় কামার্স ব্যাংকে ডাকাতির ঘটনার সঙ্গে অন্য উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, অনেক জায়গায়ই লুটতরাজ দেখা গেছে। কিন্তু তার সাথে সাভারের এই ঘটনার ভিন্নতা রয়েছে। কমার্স ব্যাংকে যে ডাকাতি হয়েছে তা নি‌য়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ডাকাতদের উদ্দেশ্য কী ছিল তাও জানা যায়নি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একে বর্বরোচিত হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, আপাতত মনে হচ্ছে ডাকাতদের উদ্দেশ অন্যরকম ছিল এবং তা কী ছিল খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত হচ্ছে। তদন্তের পর সবাইকে ফলাফল জানানো হবে।

বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে আশুলিয়া থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযানে নেমেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে  সাভারের কাছে ওই ব্যাংক ডাকাতির সময় ডাকাতদের গুলিতে ব্যাংক ম্যানেজারসহ ৭ জন নিহত হন। আহত হন ১৪ জন। পরে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়, আহত হয় আরেক ডাকাত।