চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্যাংকে লেনদেনের সময় আরও বাড়ল

করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আরও এক দফা বাড়ানো হলেও ব্যাংকে লেনদেন আরও আধা ঘণ্টা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামীকাল থেকে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে ব্যাংকে।

এতদিন লেনদেন চলেছে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

বুধবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে ব্যাংকে। তবে ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। সাড়ে ৩টার পর দেড় ঘণ্টা চলবে ব্যাংকের আনুষঙ্গিক কাজ।

এর পাশাপাশি ১৩ এপ্রিল জারি করা প্রিজ্ঞাপনের সব বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল এক সপ্তাহের জন্য প্রথম লকডাউন দেয়া হয়। সে সময় ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তখন ব্যাংকে গ্রাহকদের অনেক ভিড় দেখা দিয়েছিল। এরপর ধাপে ধাপে ব্যাংকের লেনদেনের সময় বাড়ানো হয়। যদিও এখন পর্যন্ত সরকার বিধিনিষেধ তুলে দেয়নি। বরং নতুন করে বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।