চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্যক্তিগত তথ্য সংগ্রহের প্রস্তাব সিনেটে নাকচ

মার্কিন সিনেট নাগরিকদের মোবাইল ফোনের বিপুল পরিমাণ তথ্য সংগ্রহের জন্য আনা বিল নাকচ করে দিয়েছে। নাগরিকদের বিভিন্ন তথ্য দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) গোয়েন্দা কার্যক্রমের জন্য ব্যবহৃত হবার কথা ছিলো।

এনএসএ ইতিমধ্যেই মার্কিন নাগরিকদের সব মোবাইল নাম্বার ও ফোনের কল-টাইম রেকর্ড সংগ্রহ করেছে। তবে ফোনালাপের রেকর্ড সংগ্রহ করতে পারেনি। এই বিলটি পাস হলে ফোনালাপগুলোও গোয়েন্দাকর্মীদের আওতায় চলে যেতো।

বিলটি আইন আকারে প্রণয়ণের প্রস্তাব দেয়া হলে যুক্তরাষ্ট্রের একটি আপিল কোর্টও তা অবৈধ বলে রায় দেয়।

শুধু তাই নয়, সিনেট বর্তমানে বহাল একটি আইনের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদনও ব্যর্থ করে দিয়েছে। আগামী ৩১ মে মেয়াদ উত্তীর্ণ হবার আগে আইনটি নিয়ে কথা বলতে সিনেট সদস্যরা বৈঠকে বসবেন।

এনএসএর গোয়েন্দাগিরির তথ্য এর আগে এই সংস্থাটিরই এক সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন ফাঁস করে দেয়। তারপর থেকেই যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি গোয়েন্দাগিরির জন্য সমালোচিত হয়ে আসছে।