চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বোস্টন ম্যারাথনে বোমা হামলায় দায়ী সারনায়েভ

যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথন দৌড় চলার সময় বোমা হামলার মামলায় অভিযুক্ত জোখার সারনায়েভ দোষী সাব্যস্ত হয়েছেন।বিচারে তার বিরুদ্ধে আনা ৩০ অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। রায়ে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন ম্যাসাচুসেটস আদালতের জুরিরা।

সারনায়েভের আইনজীবীরা বলেছেন, ওই হামলার ঘটনায় সারনায়েভের যোগসূত্র থাকলেও হামলা চালিয়েছিল তার বড় ভাই। ঘটনার পর পুলিশের অভিযানে সারনায়েভের বড় ভাই নিহত হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিলে বোস্টনে ম্যারাথন দৌড় চলার সময় বোমা বিস্ফোরণে ৩ জন নিহত ও ২শত ৬৪ জন আহত হন।