চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বোকো হারামের আস্তানা থেকে আরো ২৩৪ নারী শিশু উদ্ধার

নাইজেরিয়ায় বোকো হারামের কাছ থেকে আরো ২৩৪ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার নাইজেরিয়ার উত্তর-পূর্বের সামবিয়া জঙ্গলে সেনাবহিনীর সদস্যরা অভিযান চালিয়ে উদ্ধার করেন তাদের।

তবে এই অভিযানে উদ্ধার হওয়াদের মধ্যে গত বছর চিবুকের একটি স্কুল থেকে অপহৃত ২০০ কোনো মেয়ে শিশু আছে কিনা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

উদ্ধারকৃতদের পরিচয় সনাক্ত করা শুরু হয়েছে। এর আগে দেশটির সেনাবাহিনী ইসলামিক জঙ্গিদের ১৩টি ক্যাম্প ধ্বংস করে দিয়েছে।

গত ২৯ এপ্রিল বোকো হারামের দখলে থাকা একটি জঙ্গল থেকে প্রায় ৩শ’ নারী ও মেয়ে শিশুকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। সম্প্রতি নাইজেরিয়ার সেনাবাহিনী অভিযান চালিয়ে বোকো হারাম নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকা দখলমুক্ত করেছে।

২০০৯ সাল থেকে ইসলামিক আদর্শে রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়ে যখন থেকে এই জঙ্গিরা তাদের তৎপরতা শুরু করে তখন থেকে একন পর্যন্ত নাইজেরিয়ার উত্তরাংশে প্রায় ১ হাজারের অধিক মানুষ নিহত হয়েছে।