চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে হাইকোর্টের রুল

সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর ভ্যাট আরোপ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের দায়ের করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে এন দেবের হাই কোর্ট বেঞ্চ রোববার এই রুল দেয়। অর্থ সচিব, শিক্ষা সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যনান ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়রম্যানকে তিন সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সরকার চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ করে।

এর পর থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।